পরিবারের অভাব দূর ও উন্নত ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন মামুন। চেয়েছিলেন ভালো আয় করে পরিবারের দারিদ্র্য ঘোচাবেন। দরিদ্র পরিবারের স্বপ্ন জয় করতে চাকরি নিয়ে ২২ আগস্ট মধ্য আমেরিকার দেশ বেলিজে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই লাশ হয়ে গেলেন। এ ঘটনায় পুরো এলাকায় চলছে শোকের মাতম।
১৮ জুলাই দিবাগত রাত দুটার দিকে রামপুরা ওয়াপদা রোড এলাকায় গুলিবিদ্ধ হন মামুন। বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নিয়ে যান। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামুন শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দি গ্রামের আবদুল গনি মাদবরের ছেলে।
গ্রামবাসী আবদুল কাউওম, মিজানুর রহমান, ছায়েদ ঢালী জানান, চরচিকন্দি গ্রামের গনি মাদবর ও হেনা বেগম দম্পতির চতুর্থ ছেলে মামুন। কৃষিকাজ করে পরিবারটি চলে। ছয় মাস আগে বড় ছেলে নুরুজ্জামান শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবে যান। দুই ছেলে কালু ও রুবেল মাদবর গাজীপুরে পোশাক কারখানায় কাজ করেন। ছোট ছেলে মামুন মিয়া পড়ালেখা করতেন। স্থানীয় স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ঢাকার সরকারি তিতুমীর কলেজে ভর্তি হয়েছিলেন। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। ঢাকার রামপুরার ওয়াপদা রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
উন্নত ভবিষ্যৎ গড়তে ও পরিবারের অভাব দূর করতে দেশের বাইরে চাকরি খুঁজছিলেন মামুন। মধ্য আমেরিকার দেশ বেলিজের একটি হোটেলে চাকরিও পেয়েছিলেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে সেখানে যাওয়ার ভিসা পেয়েছিলেন। আগামী ২২ আগস্ট তার যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে গুলিতে নিহত হন তিনি।
মামুনের বড় ভাই রুবেল মাদবর বলেন, ‘মামুন আমাদের পরিবারের অনেক আদরের ছিল। আমরা সবাই মিলে ওকে পড়াশোনা করিয়েছি। ওর ওপর ভরসা করেই আমরা বেঁচে ছিলাম। সে বিদেশের একটি হোটেলে চাকরি পেয়েছিল। সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ১৯ জুলাই শুক্রবার গ্রামে এসে বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই শুক্রবার ওর নিথর দেহ নিয়ে বাড়িতে ফিরতে হয়েছে।’
মা হেনা বেগম বলেন, ‘আমার ছেলেটি কী ক্ষতি করেছিল? কেন ওকে গুলি করে মারল? এর বিচার আমি কার কাছে চাইব? মায়ের কোলে সন্তানের লাশ কত ভারী, তা কেউ বুঝবে না। বৃহস্পতিবার রাতে ফোন করে বলল, পরের দিন বাড়ি আসবে। সে যে প্রাণহীন হয়ে আসবে, কে জানত?’
মামুনের বাবা আবদুল গনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ। কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ছেলেটি রাত জেগে অনলাইনে কাজ করত। ওই দিন বাসায় বিদ্যুৎ ও ইন্টারনেট ছিল না। রাতে বন্ধুদের সঙ্গে খাবার খেতে বাসার বাইরে এসেছিল। সেখানেই গুলিবিদ্ধ হয়। আমি এমন অভাগা বাবা, সন্তানকে বাঁচাতে পারলাম না। ছেলেকে পড়ালেখা করাতে অনেক কষ্ট করতে হয়েছে। সে আমাকে বলত, বাবা, চিন্তা করো না। আমি বিদেশ যাচ্ছি, আমাদের কোনো অভাব থাকবে না। এখন আমার বুকের মানিকের অভাব কে পূরণ করব?’
শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন বলেন, ‘মামুন মেধাবী ছাত্র ছিল। ওর এমন মৃত্যু মানতে পারছি না। কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন বলেছিল ২২ আগস্ট বেলিজ যাবে।’
তথ্যসূত্র: প্রতিদিনের বাংলাদেশ
#Tales_of_July
Post a Comment