আয়মান ফারুকীর স্বপ্ন ছিল বড় হয়ে বড় ব্যাংক কর্মকর্তা হবেন। সেই আশায় বুক বেঁধে প্রবল আগ্রহ নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন পূরণের পথ এখন হাহাকারে ভরা। তিনি কি পারবেন স্বপ্ন পূরণের পথে সোজা হয়ে দাঁড়াতে? সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার কারণে দু'পায়েই গুলি লাগে আয়মানের। আয়মান ফারুকী (২২) এখন বিছানায়। সোজা হয়ে দাঁড়ানোর অবস্থাতে নেই। পায়ের অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আর দিন গুণছেন স্বপ্ন পূরণের আশায়। কবে তিনি সুস্থ হবেন? কবে শুরু করবেন তার পড়ালেখা?
আয়মান ফারুকীর বাড়ি কক্সবাজার শহরের পশ্চিম পাহাড়তলী এলাকায়। তিনি ব্যবসায়ী মৃত ফরিদুল আলম ফারকী ও ছলিমা খাতুনের ছেলে। আয়মান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র।
স্বজনেরা জানান, তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে হাজারো জনতা রাস্তায় আনন্দ মিছিলে অংশ নেয়। অংশ নেন আয়মান ফারুকীও। মিছিলটি শহরের কালুর দোকান থেকে প্রধান সড়ক হয়ে পশ্চিম দিকে যাওয়ার পথে থানা রাস্তার মাথায় পৌঁছালে দুর্বৃত্তের বেপরোয়া গুলিতে আয়মান গুলিবিদ্ধ হন। তার দুই পায়ে হাঁটুর উপরে গুলি লাগে। এ সময় সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ায় তাকে বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিবে ভর্তি করান। গভীর রাতে সেখানেই আয়মানের পায়ে অস্ত্রোপচার করে বুলেট বের করা হয়।
সম্প্রতি আয়মান ফারুকীর বাসায় গিয়ে দরজা নক করতেই একপাশে দাঁড়িয়ে দরজা খুলে দেন আয়মানের বড় ভাই মনির আলম ফারুকী। বাসায় ঢুকে দেখা যায়, একটা কক্ষে আয়মান ফারুকী শুয়ে আছেন বিছানায়। সাংবাদিক এসেছে শুনে তিনি খুব আবেগাপ্লুত হয়ে পড়েন। নীরবে তার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। পুরো মুখে ছড়িয়ে রয়েছে বিষন্নতার ছাপ।
আয়মান ফারুকী বলেন, ‘শুরু থেকেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করতে থাকি। গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন– এমন সংবাদ পেয়ে শহরের কালুর দোকান এলাকায় সবাই জড়ো হয়। আমিও দুপুরের ভাত খেয়ে বাড়ি থেকে বের হই। বিকেল চারটার দিকে বিজয় মিছিল নিয়ে প্রধান সড়ক হয়ে পশ্চিম দিকে যেতে থাকি। মিছিলটি থানা রাস্তার মাথায় যাওয়ার সাথে সাথে মুখোশধারী কিছু দুর্বৃত্ত গুলি চালাতে শুরু করে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। আমার দুপায়ে গুলি লাগে।’
তথ্যসূত্র: বাসস
#Tales_of_July
Post a Comment